নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের ইতিহাস
প্রতিষ্ঠান:
ঐতিহ্যবাহী বন্দরনগরী নারায়ণগঞ্জ শহরে সর্বপ্রথম যে ব্যক্তিটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রয়োজনীতা অনুভব করেন তিনি হচ্ছেন নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা জনাব ডা. এ ডব্লিউ এফ রহমান, যিনি ক্যাপ্টেন রহমান নামে বেশি পরিচিত। তারই উদ্যোগে সাড়া দেয় তৎকালীন আদমজী জুট মিল কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে প্রথম সভাটি অনুষ্ঠিত হয় ২৫.০২.১৯৫৫ সালে নারায়ণগঞ্জ ইনস্টিটিউটে। যেখানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন ঢাকার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এম ই খাদ চৌধুরী (তাছাড়াও নারায়ণগঞ্জ মহাকুমা প্রশাসক, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাগণ, শুভাকাঙ্ক্ষী ও শহরের অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় একটি পরিচালনা কমিটির সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং ১০২ ডিলায়েল রোডস্থ (তৎকালীন পাক বে-এর উল্টো দিকের অফিস) টি.আর, ও অফিসটিতে স্কুলের অস্থায়ী কার্যক্রম শুরু হয়। পরে আদমজী কর্তৃপক্ষ তাদের তৎকালীন কায়েদ-এ আজম রোডস্থ অফিস ভবনটি স্কুল কর্তৃপক্ষের নিকট সম্প্রদান করেন। ১ জুন ১৯৫৫ তে কিছুটা মেরামতের পর স্থায়ীভাবে স্কুলের কার্যক্রম এঐ ভবনে......